শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মাচারীঃ----
  Baba Lokenath Brahmachari's
 

Baba Lokenath Brahmachari's



পরম আত্মায় বাবা লোকনাঁথ বলেছেন আমার দেহ ত্যাগ উত্তারনের দিবা ভাগে হয় এবং সুর্য্য নির্মল আকাশে কিরন দিতে থাকেন তবে বুঝিবে আমি সুর্য্যের রশ্মি অবল্মন করিয়া চলিয়া গিয়াছে আমার আর কখনো পুনার্বিত হইবেনা    বাবা লোকনাথ ১৯শে জষ্ঠ্য ১২৯৭সনে (বাংলা)বেলা ১১৪০ মিনিট সময় বারদী আসনে উপবিস্ট হয়ে । চির সমাধিতে নিমগ্ন হন বাবা লোকনাঁথ আমরা তোমার তুমি আমাদের আমরা তোমকে ধরে রাখতে পারি বাক্যে কর্মে আমরা মনে প্রানে হৃদয় চঁরন তলে দাস হয়ে থাকতে চাই ।

 

পরম পিতা বাবা লোকনাথ তার সন্তানদের শিক্ষা দেবার জন্য বলছেন তোমরা সৎ ও অসৎ উভয় বিধি কর্ম করিয়া থাকো রাত্রিতে শুইবার সময় চিন্তা করিবে অধ্য কয়টি সৎ ও অসৎ কর্ম করা হইলো । সত্য কর্ম গুলি জমা আর অসৎ কর্ম গুলি খরচ । অসৎ কর্মের ভাগ বেশি হইলে খরচ বেশি হইলো ।  সৎ কর্মের ভাগ বেশি হইলে জমার দিকে বেশি হইবে । পরের দিনে এই প্রকার চিন্তা করিলে দেখিবে কোন ভাগ বেশি হয় । প্রথম দিনে অসৎ কাজের ভাগ বেশি হইলে পরের দিন যখন কর্ম করিতে থাকিবে অসৎ কর্ম যাহাতে বেশি না হয় তৎ পর তোমার দৃস্টি থাকিবে । এই রুপ
 
  Today, there have been 1 visitors (2 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free