শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মাচারীঃ----
  Sree Sree Baba Lokenath Brahmachari
 
১। তিনি নিজে বলিয়াছেন –‘‘আমার বিনাশ নাই, শ্রাদ্ধ নাই, আমি নিত্য পদার্থ’’।অর্থাৎ এই ‘আমি’ হইলাম গীতায় বণিত সেই ‘পরমাত্মা’ । অস্ত্র যাঁহাকে ছেদন করিতে আসমর্থ, অগ্নি য়াঁহাকে প্রজ্বলিত করিতে অক্ষম,বরুন যাঁহাকে আর্দ্র করিতে অসমর্থ এবং বায়ু যাহাকে শুস্ক করিতে বিফলকাম হয়’’। ২। তিনি বলতেনঃ-‘‘বহু বছর পাহাড় পর্বতে ঘুরেছি কিন্তু ঈশ্বরের সঙ্গে আমার দেখা হয়নি’’। আমি দেখেছি আমাকে,আমি বদ্ধ আছি কর্ম্মে অর্থাৎ সংসারে । সংসার বদ্ধ আছ জিহ্বা আর উপস্হে । যে এই দু’টি সংযম করতে পেরেছেন সেই কেবল সিদ্ধিলাভ করতে পারে । ৩। লোকনাথ কাতর প্রাণে আশা সুধা ঢালবার জন্য কতবারেই না বলেছেন, ‘আমি পাহাড় পর্বত পরিভ্রমন করে বড় একটা ধন কামাই করেছি, কত বরফ এ শরীরের উপর দিয়ে জল হয়ে গিয়েছে, তোরা বসে খাবি’। ৪। --রনে, বনে, জঙ্গলে যখনই বিপদে পড়িবে,আমাকে স্মরণ করিও । আমি রক্ষা করিব ।

There are no links entered yet!

Baba Lokenath Brahmachari

Participate:
Title of your homepage
Your homepage URL
Description of your homepage
Your name
Your e-mail address
Commercial banner of your homepage (Size: 88 x 31 Pixel)

 
  Today, there have been 1 visitors (1 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free